প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। এর আক্রমন থামছে না কোন মতেই। এদিকে এ যেন লঙ্কাকাণ্ড! বাড়ির সামনে প্রায় শ’খানেক মানুষ দাঁড়িয়ে আছে। অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল রাস্তায় পার্কিং করার কারণে রীতিমতো জ্যাম সৃষ্টি হয়েছে।এখন প্রশ্ন উঠতেই পারে, কী কারণে উৎসুক জনতার এমন ভিড়? মূলত অষ্ট্রেলিয়া ফেরতদের দেখতে তাদের বাড়ির সামনে এমন কাণ্ড!
গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে জনৈক এক অস্ট্রেলিয়া ফেরত প্রবাসীর বাড়ির সামেন এমন চিত্র দেখা যায়। এর আগে তাকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে জানা যায়, নবীগঞ্জে ইউরোপ ফেরত পাঁচজন প্রবাসীর সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন। নিজ বাসায় আলাদা কক্ষে বাস করতে বলা হয় তাদের। এ খবর শুনে এলাকার মানুষ ভিড় করছে বাড়িগুলোর সামনে।
এদিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস সতর্কতামূলক চারটি কেবিন প্রস্তুত থাকলে ও কোনো প্রবাসীকে সেখানে নেয়া হয়নি। তবে প্রশাসনিকভাবে নজরদারি রয়েছে তাদের প্রতি।