১২শ’ গরীব অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেবেন বস মাশরাফি:
শুরুতেই বলে রাখি, আমি মাশরাফির একজন কট্রর সমালোচক তবে মাশরাফির ভালকাজের একজন কট্রর প্রশংসাকারীও আবার আমি। মাশরাফি খারাপ কিছু করলে সবার আগে আমরাই সমালোচনা করে তাকে সঠিক ট্র্যাকে রাখবো, আবার ভালোকিছু করলে আমরাই তাঁর প্রশংসা ছড়াবো। আজকে কোথায় দেশের ২৯৯ জন সংসদ সদস্য, আজকে কোথায় তাদের জনগণের সাথে করা অঙ্গিকার সমূহ……..?
জনগণের সাথে সবই ছিলো ধোকাবাজী আর ভন্ডামী। বস মাশরাফি যদি লোক দেখানোর জন্যও করে থাকেন তবুও তাকে স্যালুট জানায়, আপনারাও অন্তত লোক দেখানোর জন্য কিছু করুন।
১২শ’ পরিবারকে খাদ্য সহায়তা দেবেন মাশরাফি।